History GK Part 5

ইতিহাস জিকে পার্ট 5

41) কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
- উমেশ চন্দ্র ব্যানার্জি।
42) কত সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল?
- 4ঠা জুলাই 1776 সালে।
43) কত সালে ফরাসী বিপ্লব হয়েছিল?
- 1789 সালে।
44) শেরশাহের সেনাপতি কে ছিলেন?
- ব্রহ্মজিৎ গৌড়।
45) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
- 1857 সালে।
46) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
- লর্ড ডাফরিন।
47) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
- রাজা রামমোহন রায়।
- তাঁর সমাধিস্থল ইংল্যান্ডের ব্রিস্টলে।
48) বাংলা ভাষায় প্রথম সংবাদ পত্রের নাম কী?
- সমাচার দর্পণ।
49) সিন্ধু সভ্যতার অধিবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
- লোহা।
50) গুপ্ত বংশের প্রথম রাজা কে?
- শ্রীগুপ্ত।
- শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত।