History GK Part 3

ইতিহাস জিকে পার্ট 3

21) জৈনধর্মে 'তীর্থঙ্কর ' কথাটির অর্থ কী?
- দিব্যজ্ঞান লাভ।
22) জৈনধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা?
- অর্ধমাগধী প্রাকৃত।
23) মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
- পাবাপুরী।
- মহাবীর ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর।
24) বৌদ্ধধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা?
- পালি।
- ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক।
25) প্রথম বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- রাজগীর।
26) তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- পাটলিপুত্র।
- পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা।
27) শকাব্দ কবে শুরু হয়?
- 78 খ্রিষ্টাব্দে।
- কনিষ্ক প্রচলন করেন। (যদিও বিতর্ক আছে)
28) কবি জয়দেব কার সভাকবি ছিলেন?
- লক্ষণ সেন।
29) গীতগোবিন্দ কার রচনা?
- জয়দেব।
30) কাকে আয়ুর্বেদের জনক বলা হয়?
- চরক।
- বইয়ের নাম চরক সংহিতা।