Geography GK Part 4

ভূগোলের জিকে পার্ট 4

46. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উঃ লাক্ষাদ্বীপ।
47. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উঃ কুঁচিকল।
48. ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে?
উঃ অরুণাচল প্রদেশ।
49. ভারতের গভীরতম বন্দর কোনটি?
উঃ বিশাখাপত্তনম।
50. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম।
উঃ বেলেডোনিয়া।
51. ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি?
উঃ লাক্ষাদ্বীপ।
52. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উঃ সিদ্রাপং।
53. বিশ্বের জনবহুল শহর কোনটি?
উঃ টৌকিও।
54. কোন মহাকাশযানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করেছিল?
উঃ অ্যাপেলো।
55. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাডু।
56. ভারত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপটির নাম কী?
উঃ মাদাগাস্কার।
57. অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
উঃ কম্বোডিয়া।
58. কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে?
উঃ কলোরাডো।
59. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
উঃ গ্রেট ব্যারিয়ার রিফ।
60. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
উঃ চিলি।