3রা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

3রা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) Regetta ট্রফি পেল আইএনএস দ্রোনাচার্য।
2) মিতালি রাজ প্রথম মহিলা ক্রিকেটার যিনি 200 একদিবাসীয় আন্তর্জাতিক ক্রিকেট খেললেন।
3) বাণী কাপুর প্রথম ভারতীয় গল্ফার যিনি অস্ট্রেলিয়ান লেডিস পিজিএ ট্যুর খেতাব জিতলেন।
4) সম্মিলিত জাতিপুঞ্জের মতে, বিশ্বের প্রায় 2680 টি ভাষা লুপ্ত হতে চলেছে।
5) এই প্রথম এশিয়া কাপ (ফুটবল) জিতল
- কাতার।
- জাপানকে হারিয়ে।
প্রথম এশিয়া কাপ ফুটবল জিতল কাতার।