1লা জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1লা জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) পহেলা জানুয়ারি কোন দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব পরিবার দিবস।

2) কোন দুটি দেশ আজ থেকে ইউনেস্কো ত্যাগ করল?
- ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

3) কোন রাজ্য সরকার একটি নতুন আধ্যাত্মিক বিভাগ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে?
- মধ্য প্রদেশ

4) ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নেবেন?
- জেইর বলসনারো।

5) কোন রাষ্ট্র ওপেক (OPEC) ত্যাগ করল?
-কাতার।

6) কোন এশিয়ান দেশ সম্প্রতি তার প্রথম মেসেজিং অ্যাপ্লিকেশন বিজবার্ড চালু করেছে?
- তুর্কমেনিস্তান।

7) ভারতের কোন প্রতিবেশী দেশ সম্প্রতি 'পান্ডা বন্ড' প্রদানের অনুমোদন দিয়েছে?
- পাকিস্তান।