পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান
৮১) জৈব গ্যাসের মুখ্য উপাদান কী?
Ans. মিথেন (CH3))
৮২) লিগনাইট জাতীয় কয়লার রং কী হয়?
Ans. বাদামি।
৮৩) শব্দের তীব্রতা পরিমাপের একক কী?
Ans. ডেসিবেল৷
৮৪) 'পিপি.এম.'-এর পুরো কথাটি কী?
Ans. Parts Per Million
৮৫) মোটর গাড়ির ধোঁয়ায় উপস্থিত একটি বায়ুদূষকের নাম লেখো৷
Ans. CO (কার্বন মনোক্সাইড)।
৮৬) গঙ্গা দুষণের একটি প্রধান কারণ হল--
Ans. গঙ্গার তীরবর্তী অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধি।
৮৭) তারাপুর কীসের জন্য বিখ্যাত ?
Ans. . পারমাণবিক কেন্দ্র হিসেবে ৷
৮৮) মোটরগাড়ি থেকে নির্গত একটি গ্যাসের নাম বলা।
Ans. কার্বন মনোক্সাইড।
৮৯) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Ans. মিথেন।
৯০) একটি বায়োডিজেল গাছের নাম লেখা।
Ans. জ্যাট্রোপা কার্কস।
৮১) জৈব গ্যাসের মুখ্য উপাদান কী?
Ans. মিথেন (CH3))
৮২) লিগনাইট জাতীয় কয়লার রং কী হয়?
Ans. বাদামি।
৮৩) শব্দের তীব্রতা পরিমাপের একক কী?
Ans. ডেসিবেল৷
৮৪) 'পিপি.এম.'-এর পুরো কথাটি কী?
Ans. Parts Per Million
৮৫) মোটর গাড়ির ধোঁয়ায় উপস্থিত একটি বায়ুদূষকের নাম লেখো৷
Ans. CO (কার্বন মনোক্সাইড)।
৮৬) গঙ্গা দুষণের একটি প্রধান কারণ হল--
Ans. গঙ্গার তীরবর্তী অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধি।
৮৭) তারাপুর কীসের জন্য বিখ্যাত ?
Ans. . পারমাণবিক কেন্দ্র হিসেবে ৷
৮৮) মোটরগাড়ি থেকে নির্গত একটি গ্যাসের নাম বলা।
Ans. কার্বন মনোক্সাইড।
৮৯) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Ans. মিথেন।
৯০) একটি বায়োডিজেল গাছের নাম লেখা।
Ans. জ্যাট্রোপা কার্কস।