পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান
১০১) ভারতের ধান গবেষণা কেন্দ্র (Indian Rice Research Institute) কোথায় অবস্থিত?
উত্তর- পুষায় (নিউদিল্লি) অবস্থিত৷
১০২) 'ব্যাক ফুট ডিজিজ' হয় কীসের প্রভাবে?
উত্তর- আর্সেনিক।
১০৩) GDP-এর পুরো নাম কী?
উত্তর- Gross Domestic Product
১০৪) FAO-এর পুরো নাম কী?
উত্তর- Food and Agricultural Organizaiton
১০৫) CIFA-এর পুরো নাম কী?
উত্তর- The Central Institute of Fresh-Water Aquaculture
১০৬) IMF-এর পুরো নাম কী?
উত্তর- International Monetary Fund
১০৭) NDDB-এর পুরো নাম কী?
উত্তর- National Dairy Development Board
১০৮) দুটি গ্রিনহাউস গ্যাসের নাম-
উত্তর- মিথেন ও ক্লোরো ফ্লুরোকার্বন।
১০৯) স্মগ (Smog) কাকে বলে?
উত্তর- সাধারণভাবে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বা স্মগ বলে।
১১০) ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি?
উত্তর- ব্যারেন দ্বীপ।