২৫শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৫শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) আজকের দিনটি কী কী কারণে স্মরণীয়?
উত্তর- সারা বিশ্বে বড়দিন হিসাবে পালিত;
- ভারতে সুশাসন দিবস (Good Governance Day) হিসেবে পালিত। উল্লেখ্য যে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মদিন হিসাবে ২৫শে ডিসেম্বর দিনটি ২০১৪ সাল থেকে সুশাসন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যের জন্মদিন হিসেবেও আজকের দিনটি স্মরণীয়।
২) বর্তমানে ভারতের দীর্ঘতম রেল-সড়ক সেতু কোনটি?
উত্তর- বগিবিল সেতু।
দৈর্ঘ্য- ৪.৯ কিমি।
৩) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন তিনটি দ্বীপের নতুন নামকরণ করা হবে?
উত্তর- রস, নীল ও হ্যাভলক।
- রস দ্বীপটির নাম রাখা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। নীল ও হ্যাভলক দ্বীপের নাম হবে যথাক্রমে শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ।
৪) ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম বা সংগীত জাদুঘরটি কোথায় স্থাপিত হবে?
উত্তর- থিরুভাইয়ারু, তামিলনাড়ু।
৫) কোন দেশের নতুন রাজধানী হল গিতেগা (Gitega)?
উত্তর- বুরুন্ডি।
৬) ২০১৮ সালে দেশের সেরা ১০ টি পুলিশ স্টেশনের প্রথম স্থানে কোনটি রয়েছে?
উত্তর- কালু, রাজস্থান।
৭) কে মহারাষ্ট্র কেশরি ২০১৮ সম্মান পেলেন?
উত্তর- বালা রফিক শেখ।
৮) বিশ্ব ব্যাডমিন্টন তালিকায় পিভি সিন্ধুর স্থান কত?
উত্তর- ৩য়।
৯) প্রয়াত কিংবদন্তি গায়িকা দিপালী বড়ঠাকুর কোন রাজ্যের অধিবাসী ছিলেন?
উত্তর- আসাম।
- তাকে "আসামের নাইটেঙ্গল" বলা হত।