২৬শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৬শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) কোন রাজ্যে ১০৬ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (ISC-2019) আয়োজিত হল?
উত্তর- পাঞ্জাব।
২) কোন ফুটবল দল ২০১৮ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে?
উত্তর- রিয়াল মাদ্রিদ।
৩) আটল বিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধি জাতির প্রতি উৎসর্গ করা হল। তাঁর সমাধির নাম কী?
উত্তর- সদৈব অটল।
৪) কে ইন্ডিয়ান আর্চারি এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন?
উত্তর- বি ভি পি রাও।
৫) কোন সংস্থা ২০১৮ সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কারে সর্বাধিক পুরস্কার পেল?
উত্তর- ভারতীয় রেলওয়ে।
৬) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দ্রধনুস মিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তর- শিশুদের টিকাকরণ।
৭) কোন রাজ্য সম্প্রতি 'অ্যান্টি-মব ভায়োলেন্স' বিল পাস করল?
উত্তর- মনিপুর।