২১শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২১শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন কোচ কে হলেন?
উত্তর- উরকেরি ভেঙ্কট রমন।
২) মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- হর্ষ বর্ধন শৃঙ্লা।
৩) কোন সিনেমাটিকে ২০১৯ সালের সবথেকে অপেক্ষিত (Anticipated) সিনেমা বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর- ক্যাপ্টেন মার্বেল।
৪) কোন রাজ্য স্টার্ট-আপ র‍্যাংকিং-এ টপ পারফর্মারের শিরোপা পেল?
উত্তর- গুজরাট।
৫) ভারতের কোথায় সম্প্রতি কারাবলি উৎসব অনুষ্ঠিত হল?
উত্তর- কর্ণাটক।
৬) কোন দুটি রাজ্য দীর্ঘমেয়াদি উন্নয়ন সূচকে সেরা স্থান দখল করল?
উত্তর- কেরালা ও হিমাচল প্রদেশ।
৭) এবছর আইপিএল নিলামে সবথেকে কমবয়সী কোটিপতি ক্রিকেটার কে?
উত্তর- প্রয়াস রায়বর্মন।
৮) মিস্ট্রেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৮ কে হলেন?
উত্তর- মনদীপ কাউর সান্ধু।