১৯শে জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি (১৯শে জুন) কোন কারণে স্মরণীয়?
২) মারা গেল বিশ্বের বয়োজ্যৈষ্ঠ সুমাত্রান ওরাং ওটাং। কী নাম ছিল তার?
৩) মেয়েদের একদিবসীয় ক্রিকেটে সবথেকে কমবয়সী ডবল-সেঞ্চুরির (২৩২ নট আউট) মালিক কে হলেন?
৪) বন্যার পূর্বাভাস পাওয়ার জন্য কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রক কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল?
৫)  “ইন্টারন্যাশনাল ডিকেড অফ অ্যাকশন: ওয়াটার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ২০১৮-২০২৮” শির্ষক উচ্চপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?


উত্তর
১) পালনীয় দিবস- World Sustainable Gastronomy Day (এছাড়াও, ১৬২৩ সালে আজকের দিনে জন্মেছিলেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ব্লেইজ পাসক্যাল)।
২) পুঁয়া (Puan)।
৩) অ্যামেলিয়া কর (Amelia Kerr, নিউজিল্যান্ড)।
৪) গুগল।
৫) তাজিকিস্তান।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।