১) আজকের দিনটি (১৯শে জুন) কোন কারণে স্মরণীয়?
২) মারা গেল বিশ্বের বয়োজ্যৈষ্ঠ সুমাত্রান ওরাং ওটাং। কী নাম ছিল তার?
৩) মেয়েদের একদিবসীয় ক্রিকেটে সবথেকে কমবয়সী ডবল-সেঞ্চুরির (২৩২ নট আউট) মালিক কে হলেন?
৪) বন্যার পূর্বাভাস পাওয়ার জন্য কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রক কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল?
৫) “ইন্টারন্যাশনাল ডিকেড অফ অ্যাকশন: ওয়াটার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ২০১৮-২০২৮” শির্ষক উচ্চপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর
১) পালনীয় দিবস- World Sustainable Gastronomy Day (এছাড়াও, ১৬২৩ সালে আজকের দিনে জন্মেছিলেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ব্লেইজ পাসক্যাল)।
২) পুঁয়া (Puan)।
৩) অ্যামেলিয়া কর (Amelia Kerr, নিউজিল্যান্ড)।
৪) গুগল।
৫) তাজিকিস্তান।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।