১৭ই এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ১৭ই এপ্রিল কোন ভারতীয় মনীষীর তিরোধান দিবস?
২) এবছর পুলিৎজার পুরষ্কার কে পেলেন?
৩) আজ কেন্দ্র সরকার DARPAN নামের যে অ্যাপটি প্রকাশ করল তার বিশেষত্ব কী?
৪) সুইডেনের প্রধানমন্ত্রীর নাম কী?
৫) ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী?
উত্তর
১) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (ভারতের প্রথম উপরাষ্ট্রপতি),
২) নিউ ইয়র্ক টাইমস এবং দি নিউ ইয়র্কার (যুগ্মভাবে),
৩) পোস্টাল লাইফ ইন্সুরেন্স সম্পর্কিত,
৪) স্টেফান লোফভেন,
৫) নির্মলা সীতারমন।
(ছবিতে: ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এবং সুইডেনের প্রবাসী ভারতীয় ছেলেমেয়েরা।)